• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

আফগানিস্তানে সরকারি প্রতিষ্ঠানে জিমেইল সেবা বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০১:১২ পিএম
আফগানিস্তানে সরকারি প্রতিষ্ঠানে জিমেইল সেবা বন্ধ

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের তথ্যের নিরাপত্তা দিতে দেশটিতে অনেকেরই জিমেইল অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রয়টার্স জানায়, সরকারি গুরুত্বপূর্ণ নথি ও স্পর্শকাতর তথ্য তালেবানের হাতে চলে যেতে পারে, এমন আশঙ্কায় এ পদক্ষেপ নিয়েছে গুগল।

আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির জনগণের বায়োমেট্রিকসহ অন্যান্য তথ্যভান্ডার এখন তালেবানের হাতে। তাই বিদ্রোহীরা আগের সরকারের সমর্থকদের খুঁজে বের করে তাদের ক্ষতি করা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

আফগানিস্তানের বিভিন্ন সরকারি অফিস ছাড়াও অর্থ, শিল্প, উচ্চশিক্ষা ও খনিবিষয়ক মন্ত্রণালয় জিমেইল ব্যবহার করে থাকে। এমনকি প্রেসিডেন্টের দপ্তরও যোগাযোগের জিমেইল সেবা নিত। তাই জিমেইলের কথোপকথন থেকে সরকারি কর্মকর্তাদের শনাক্ত করার চেষ্টায় বাধা দিতে সতর্ক অবস্থান নিয়েছে গুগল।

এর আগে আফগানদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিতে ফেসবুকও অনুরূপ পদক্ষেপ নেয়। তবে অন্যান্য ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু, হটমেইল বা মাইক্রোসফট এখনো তেমন কোনো পদক্ষেপ নেয়নি। 

Link copied!