• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

নোয়াখালী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০৯:০৫ এএম
নোয়াখালী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
রাজধানীতে নোয়াখালী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীতে নোয়াখালী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু থেকে নানা সময় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছে। এবার তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে বিভিন্ন ফুটপাতের মানুষদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, হায়দারী সুলতানা রেজিনা, মোহাম্মদ শরীফ, ইন্তেখাব আহমেদ রাসেল, সোনিয়া আহমেদ লীনা, মো. শফিকুল আলম জুয়েল, আবদুল হাই শরীফ, শিহাব মাহমুদ, হাবীব ইমন, শাহনাজ পারভীন স্মৃতি প্রমুখ।

নজরুল ইসলাম বিপ্লব বলেন, “আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরই কোনো না কোনো সামাজিক চ্যারিটি কাজ করি। এবার মনে হলো শীতার্তদের জন্য কিছু একটা করা দরকার। শীতের তীব্রতাও এবার অনেক বেশি। তাই আমরা ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের সীমিত উদ্যোগে ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছি। শীতার্ত মানুষদের কম্বল দিয়েছি। ৩০০ জন শীতার্তের হাতে কম্বল তুলে দিয়েছি।”

এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে নোয়াখালী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান। 

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!