যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার একটি পাতাল রেলস্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে। যুক্তরাজ্যে বাংলায় কোনো রেলস্টেশনের নাম লেখার প্রথম ঘটনা এটি। লন্ডনের রেলস্টেশনের নাম বাংলায় লেখায় উচ্ছ্বসিত প্রবাসীরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে বাংলাদেশি অধ্যুষিত এ এলাকার হোয়াইটচ্যাপেল রেলস্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরে শোভা পাচ্ছে।
হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটি (টিএফএল)। স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’ লেখার পাশাপাশি প্রবেশপথে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’ লেখা শোভা পাচ্ছে।
জানা গেছে, শ্যাডওয়েল এলাকার বাসিন্দা আবদুল কাইয়ূম চৌধুরী এ দাবি জানিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র, লন্ডনের মেয়র, স্থানীয় এমপিসহ টিএফএলের কাছে চিঠি লেখেন।