• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শীতের বৃষ্টিতে বর্ষার আমেজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৫:৩১ পিএম
শীতের বৃষ্টিতে বর্ষার আমেজ
ফাইল ছবি

চলতি মাঘ মাসের এই তীব্র শীতের বিকেলে রাজধানীতে নামল মুষলধারে বৃষ্টি। মাঘ মাসে পাওয়া গেল ভরা বর্ষার আমেজ। ঠিক যেন আষাঢ়, এই বৃষ্টি শীতের মাত্রা একটু বাড়িয়ে দিয়েছে। তবে রাতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানা যায়।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। বিকেল ৪টা থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও তা বর্ষার মতো রূপ নেয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার পাশেই একটি বজ্রমেঘের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে কুমিল্লার দিকে যাচ্ছে। এর প্রভাবে ঢাকাসহ সারা দেশে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হলেও শীতের মাত্রা বাড়ছে না।

আবহাওয়া অফিসের গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, মধ্যরাত থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে।

Link copied!