• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিচারপতি শাহিনুর ইসলাম হাসপাতালে ভর্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৬:১০ পিএম
বিচারপতি শাহিনুর ইসলাম হাসপাতালে ভর্তি

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে পরবর্তীতে শারীরিক নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। 

এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। বিচারপতি মো. শাহিনুর ইসলাম শ্বাসকষ্টসহ করোনা-পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছেন বলেও জানান তিনি।

গত বছরের ডিসেম্বরে অবকাশ যাপনে যুক্তরাষ্ট্র গিয়ে করোনায় আক্রান্ত হন বিচারপতি মো. শাহিনুর ইসলাম। গত ১৭ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্র যান। সেখানে প্রথমে তার ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৭ জানুয়ারি তিনিও করোনায় আক্রান্ত হন।

সেখানে তার ছেলের বাসায় অবস্থান করে চিকিৎসা নিয়ে সুস্থ হন। পরে গত ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরে আসেন। সুস্থ হলেও করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন এ বিচারপতি।

বিচারপতি মো. শাহিনুর ইসলাম ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

এছাড়া ট্রাইব্যুনালের অন্য সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদারও করোনায় আক্রান্ত ছিলেন। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তিনি আরেক সদস্য বিচারপতি কেএম হাফিজুল আলমকে নিয়ে বিচারিক কাজে অংশগ্রহণ করছেন।

Link copied!