• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আধিপত্যের জেরে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা : র‌্যাব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৯:৪৫ পিএম
আধিপত্যের জেরে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা : র‌্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর ফুলবাড়ীয়ার জাকের সুপার মার্কেটের ছাদ থেকে ফেলে রাকিব শেখ (৪৮) নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত ফিরোজসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

তারা হলেন : মো. ফিরোজ আহম্মেদ (৫০), হুমায়ুন কবির বিটু (৫৩), নাসির উদ্দিন (৫০), মাহমুদুল হাসান রাসেল (৪১), মো. ফরিদ ভূঁইয়া ওরফে ছোট ফরিদ (৩৯) ও আলম শিকদার (৫০)।

র‌্যাব জানায়, গত ২ ফেব্রুয়ারি জাকের সুপার মার্কেটে ক্ষমতার আধিপত্যকে কেন্দ্র করে রাকিব শেখ নামে ব্যবসায়ীকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় রাজধানীর গুলিস্তান, গাজীপুর ও নরসিংদী এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব। 

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রোববার (৬ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, ফিরোজ আহম্মেদ একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। গ্রেপ্তার অন্যরা সবাই ফিরোজ বাহিনীর লোক।

মাহফুজুর রহমান আরও জানান, আটক ফিরোজ ফুলবাড়ীয়া জাকের সুপার মার্কেটে তার আধিপত্য বিস্তারের লক্ষ্যে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। যার মাধ্যমে মার্কেটের ব্যবসায়ীদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে কেউ অস্বীকার বা বাধা দিলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধরসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হতো। 

তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Link copied!