• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আগারগাঁওয়ের উদ্দেশে দিয়াবাড়ী ছেড়েছে মেট্রোরেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ১০:৫৪ এএম
আগারগাঁওয়ের উদ্দেশে দিয়াবাড়ী ছেড়েছে মেট্রোরেল

পরীক্ষামূলক যাত্রার (পারফরম্যান্স টেস্ট) অংশ হিসেবে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়েছে মেট্রোরেল। 

রোববার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে যাত্রীবিহীন এ ট্রেনটি যাত্রা শুরু করে।

দিয়াবাড়ী থেকে আগারগাঁওয়ের যাত্রাপথে ট্রেনটি আটটি স্টেশন পাড়ি দেবে।

মেট্রোলের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মাহফুজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বেলা ১১টায় ট্রেনটি আগারগাঁও এসে থামবে।

পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে এর আগেও ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল করেছে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও অংশের দূরত্ব ১১ দশমিক ৫৮ কিলোমিটার। 

আগামী ২০২২ সালের ডিসেম্বরে এ অংশে বাণিজ্যিক চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)। প্রতিটি মেট্রোরেলে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে একসঙ্গে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ জন যাত্রী চড়তে পারবেন।

Link copied!