অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তবে কি কারণে তিনি পদত্যাগ করেছেন, সাংবাদিকরা তা জানতে চাইলে তিনি ব্যাপারে কিছুই বলতে চান না বলে জানান।
সোমবার (১০ মার্চ) পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পদত্যাগের কারণ জানতে চাইলে ড. এম আমিনুল ইসলাম বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি এটুকু বলতে চাচ্ছি যে আমি পদত্যাগপত্র পাঠিয়েছি।”
কারণ কী- এক সাংবাদিক ফের এ প্রশ্ন করলে এম আমিনুল ইসলাম বলেন, “কারণটা আমি বলতে চাচ্ছি না। কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।”
বড় কোনো দায়িত্বে যাচ্ছেন কিনা, জানতে চাইলে ড. এম আমিনুল ইসলাম বলেন, “এ ব্যাপারে আমরা কিছু জানাতে চাচ্ছি না।”
এরপরের পরিকল্পনা কি? আপনি তো দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে শিক্ষকতায় আসবেন কিনা, এমন প্রশ্নের জবাবে এম আমিনুল ইসলাম বলেন, “আমি কোনো না কোনোভাবে শিক্ষকতায় থাকব।”
এর আগে ড. এম আমিনুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে জানিয়েছিলেন, উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। তবে পরে উপদেষ্টা হিসেবে তিনি নন, শপথ নন অধ্যাপক ড. সি আর আবরার।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























