• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

শান্তি সমাবেশে আ.লীগের দুই গ্রুপের মারামারি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০৪:০১ পিএম
শান্তি সমাবেশে আ.লীগের দুই গ্রুপের মারামারি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়েই সংঘর্ষে জড়িয়েছে দলীয় নেতাকর্মীদের দুই পক্ষ। এ সময় তাদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

বুধবার (১২ জুলাই) দুপুর দেড়টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় মঞ্চ থেকে সিনিয়র নেতারা কর্মীদের ঠেকানোর চেষ্টা করেন। অনেক নেতা মঞ্চ থেকে নেমে আসেন।

মঞ্চ থেকে বলা হয়, “যারা এসব করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এখানে সিসি ক্যামেরা আছে, ড্রোন ক্যামেরা আছে।”

এ সময় চেয়ার ছোড়াছুড়ি করতে করতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। বেশ কয়েকটি চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

জানা গেছে, সংঘাতে জড়ানো নেতাকর্মীরা সবাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এসেছেন। তারা পৃথক মিছিল নিয়েই সমাবেশে যোগ দেন।  সমাবেশ মঞ্চের সামনে রাখা চেয়ারে বসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

Link copied!