• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

মায়ের কাছেই থাকবে জাপানি দুই শিশু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৪:৩৩ পিএম
মায়ের কাছেই থাকবে জাপানি দুই শিশু

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে মা নাকানো এরিকোর কাছেই রাখার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির।

এতে বলা হয়, মা চাইলে দুই সন্তানকে নিয়ে জাপানে যেতে পারবেন। এছাড়া শিশুদের বাবা ইমরান শরীফ যে মামলা করেছিলেন আদালত তা খারিজ করে দেন।
 

২২ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায় ঘোষণার জন্য রোববার ধার্য করেন। এর আগে, ১৫ জানুয়ারি দুই শিশুর বক্তব্য শুনে তা রেকর্ড করেন একই আদালত।

জাপানে ২০০৮ সালে জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান ছোট মেয়েকে জাপানে রেখে বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। 

বাংলাদেশে আসার পর দুই মেয়ে কার কাছে থাকবে তা নির্ধারণ করতে আদালতে গড়ায় বিষয়টি। পরে আপিল মামলাটি নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতে পাঠানো হয়।

Link copied!