• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

আজ থেকে মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১১:০৫ এএম
আজ থেকে মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তাই এবারের ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চলাচলের সুবিধার্থে মহাসড়কে বুধবার (১৯ এপ্রিল) থেকে ঈদের দিন পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গণপরিবহন সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রপ্তানিপণ্যবাহী যানবাহন, ওষুধ, সার, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকা ভাংতি রাখতে হবে এবং ঈদের পূর্বের সাতদিন থেকে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

Link copied!