• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

শেখ হাসিনার বিপক্ষে যারা লড়বেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৮:৫০ পিএম
শেখ হাসিনার বিপক্ষে যারা লড়বেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

এই আসনটিতে শেখ হাসিনাসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

শেখ হাসিনা ছাড়া অন্য প্রার্থীরা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, জাকের পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্লা, বাংলাদেশ সুপ্রিম পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সদস্য এম নিজাম উদ্দিন লস্কর ও গণফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা লিমা রহমান।

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বলেন, “যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। জেলার তিনটি আসনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ৬ জনের বাতিল করা হয়েছে।”

Link copied!