বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে বাধা নেই : ডা. জাহিদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৮:০৯ পিএম
বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে বাধা নেই : ডা. জাহিদ

পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি পালন করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে বেরিয়ে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনারের কী ধরনের কথা হয়েছে এমন প্রশ্নে জাহিদ হোসেন বলেন, “ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা হয়েছে আমাদের। বিএনপির অবস্থান কর্মসূচি করতে প্রশাসনের পক্ষ থেকে আর বাধা নেই। বুধবার (১১ জানুয়ারি) পূর্বনির্ধারিত যে কর্মসূচি তা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করা হবে।”

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

Link copied!