• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ইমো অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিত চক্রটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০১:৩৯ পিএম
ইমো অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিত চক্রটি

ইমো অ্যাকাউন্ট হ্যাক করে ভুক্তভোগীর নিকট আত্মীয়দের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবাসীদের টার্গেট করে প্রতারণা চালিয়ে যাচ্ছিল চক্রটি।

সোমবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান হারুন-অর-রশীদ।

গ্রেপ্তাররা হলেন মো. আব্দুল মমিন (১৮), মো. রবিউল ইসলাম (১৮), মো. শহিদুল ইসলাম (১৯), মো. সাব্বির (১৮), মো. চান মোল্লা (৩৫), আরিফুল ইসলাম (২৬)।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে প্রবাসীদের টার্গেট করে ইমো অ্যাকাউন্ট হ্যাক করা হতো। পরে ভুক্তভোগীর নিকট আত্মীয়দের কাছ থেকে চিকিৎসা ও নানা অজুহাতে টাকা হাতিয়ে নিতো চক্রটি।

হারুন-অর-রশীদ বলেন, কিছুদিন আগে কাতার প্রবাসী কাশেম নামের এক ব্যক্তির ইমো অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এরপর তার ছোট ভাই নুরুল ইসলামের কাছ থেকে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। বিষয়টি বুঝতে পেরে পুলিশে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা ওয়ারি বিভাগ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করে।

ডিবি প্রধান আরও বলেন, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ও ১৯টি সিম জব্দ করা হয়। তারা মাদারীপুরের একটি চক্র থেকে প্রশিক্ষণ নিয়েছিলো।

Link copied!