তারেক রহমানের বিকল্প এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে। এটি পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। তারেক রহমানকে দেশে আনতে সাধারণ মানুষের দীর্ঘদিনের যে দাবি, সেটা এখন জনদাবিতে পরিণত হয়েছে। তার প্রত্যেকটা বক্তব্য মানুষ বেশি বেশি করে শোনে। মানুষ তার কথা কাজের ওপর ভরসা করে।”
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “তারেক রহমান ছাড়া বাংলাদেশে লিডারশিপ হবেন এমন ৫ জন নেতা দেখান বা কেউ আছেন। যিনি রাষ্ট্র নায়ক হবেন, যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন। কোন রাজনীতিক দলে তারেক রহমানের বাইরে একজন নেতা আছেন, কেউ নাই। তারেক রহমানের বিকল্প তারেক রহমানই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পথে হেঁটেছেন। ঠিকই সে পথেই হাঁটছেন তারেক রহমান। এটা আমাদের গৌরব, এটা বাংলাদেশের অহংকার।”
বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, “তারেক রহমানের মতো একজন নেতা এখনো আছেন বলে আমরা গর্ববোধ করছি। শুধুমাত্র খাল খননের একটি কর্মসূচির মধ্যে দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের জনপ্রিয় হননি। তিনি তার কর্মের মাধ্যমে এই দেশে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয় হয়েছেন। তারেক রহমানও একই পথে এই দেশের মানুষের মনে আস্থা করে নিয়েছেন।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা নির্বাচিত সরকার দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে উদ্ধার করে আমাদের আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন, অন্যদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন।”
বিএনপির এই নেতা বলেন, “একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। বিএনপি মৌলবাদী দল নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। এই যুগের মডারেট সংগঠন হলো বিএনপি। ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায়। বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, “দেশের প্রয়োজনে জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথা বলা দরকার, আমরা তাই সহজভাবে মানুষের মাঝে তুলে ধরি। সাধারণ মানুষ সাধারণ ভাষায় আমাদের কথা শুনতে চায়। তাই সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























