দেড়যুগ পর নয়াপল্টনে তারেক রহমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:১৮ পিএম
দেড়যুগ পর নয়াপল্টনে তারেক রহমান

দেড় যুগের বেশি সময় পর  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তার গাড়িবহর সেখানে পৌঁছে। তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে ৪টা বেজে যায়। এ সময় কার্যালয়ের সামনে  তাকে স্বাগত জানান শীর্ষনেতারা। তার নামে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

তার আগমনের খবরে দুপুর থেকেই কার্যালয়ের আশেপাশে নেতাকর্মীরা ভিড় করেন। সেখানে অবস্থান নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন তারা।

যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলের কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!