ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৫ পিএম
ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

এর আগে, ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন নাসীরুদ্দীন। এ আসনে নির্বাচন করার জন্য প্রচারণায় নেমেছিলেন সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ আসনের মধ্যে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা হয়েছে। এটা মৃত্যুর উপত্যকা। এখানে আমরা আর কোনো মৃত্যু চাই না।’ এ আসনকে নগরের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, ‘আমি শহিদ হলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন; শহিদ ওসমান হাদির আসন ঢাকা ৮ এ নমিনেশন জমা দিয়ে এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী।’

তিনি বলেন, ‘শহিদ ওসমান হাদির স্বপ্ন দেখা বাংলাদেশ এবং তার কাজগুলো বাস্তবায়নের দায় আমাদের। এ আসনটিতে অনেকেই মনোনয়ন নিতে চাননি কিন্তু আমি শহিদ হওয়ার বাসনা নিয়েই এ আসনে মনোনয়নপত্র জমা দিলাম।’

Link copied!