• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
গুলিস্তানে বিস্ফোরণ

মায়ের ইফতারি কিনতে গিয়ে লাশ হলেন সুমন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৯:৩২ পিএম

মায়ের জন্য ইফতারি কিনতে বাসা থেকে বের হয়েছিলেন পুরান ঢাকার চূড়াইটোলার বাসিন্দা সুমন। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন। গুলিস্তানে বিস্ফোরণের ঘটনার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। বিস্ফোরণে সেখানেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সামনে গণমাধ্যমকে এসব জানান প্রবাসী সুমনের ভাড়া বাড়ির মালিক হাবিবুর রহমান হাবিব।

হাবিবুর রহমান হাবিব বলেন, “সুমনের পরিবার আমার বাসায় ভাড়া থাকে। তিনি ১৫ দিন আগে কাতার থেকে দেশে ফিরেছেন। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই সুমনের সঙ্গে আমার কথা হয়। তিনি বলল, তার মায়ের জন্য ইফতারি আনতে যাচ্ছেন।”

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, “কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে দুর্ঘটনা ঘটে। এরপর খোঁজ নিতে আমরা ঢাকা মেডিকেলে আসি। এসে দেখি তিনি মারা গেছেন। তার বাবা-মার একটাই দাবি, তাদের ছেলের যেন ময়নাতদন্ত না করা হয়।”

এর আগে বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন কাতার প্রবাসী সুমন।

Link copied!