• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের, তীব্র যানজট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৩:১৭ পিএম
যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের, তীব্র যানজট
যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ। ছবি : সংবাদ প্রকাশ

চলমান কোটা সংস্কার আন্দোলনে সমর্থন ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ যাত্রাবাড়ীর কাজলা-শনিরআখড়া, সাইনবোর্ড সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে রাজধানী প্রবেশপথ যাত্রাবাড়ী ও আশপাশের এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে দনিয়া বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কয়েকটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশে থাকা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়।

এদিন বেলা ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচি দিনব্যাপী চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। 
মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশদ্বারে অবস্থান নিয়ে সকল যানবাহন বন্ধ করে দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ এবং ঢাকা-নারায়নগঞ্জসহ উত্তর-পূর্বাচঞ্চলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এসব রোডের যোগাযোগ ব্যবস্থা পুরোদমে বন্ধ হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভে ধৈর্যের পরিচয় দিচ্ছে পুলিশ। শুধু তাই নয়, শিক্ষার্থীদের সড়কে বিশৃঙ্খলা না করারও অনুরোধ জানিয়েছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবুল হাসান। তিনি বলেন, “বেলা ১১টা থেকেই কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলায় অবস্থান নেয়। আমরা প্রথমে তাদের বুঝিয়ে পাঠিয়ে দিই। পরে মিছিলসহকারে আবারও তারা অবস্থান নেন।”

আবুল হাসান আরও বলেন, “ডিসি স্যারের নির্দেশনায় আমরা যেকোনো নৈরাজ্য-বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত এবং সতর্ক আছি। এখনো আমরা চেষ্টা করছি, শিক্ষার্থীরা যেন সড়কে বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে।”

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার ইকবাল হোসেন বলেন, “যাত্রাবাড়ীর কাজলা এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না করতে পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি। একইসঙ্গে আমাদের চেষ্টা রয়েছে, তাদের কীভাবে বুঝিয়ে সড়ক থেকে ফিরিয়ে দেওয়া যায়।”

Link copied!