• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫
বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০১:৫০ পিএম
বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

বাসচাপায় নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে অবরোধ কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা। নাদিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন তারা।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে খিলক্ষেত থেকে উত্তরাগামী রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে।

অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, “শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা বারবার আন্দোলন সংগ্রাম করছি। একের পর এক আমাদের ভাই-বোনকে হারাতে হচ্ছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানিয়েছেন। এগুলো হলো ভিক্টর ক্লাসিক বাসের রোড পারমিট বাতিল করতে হবে। নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কাওলা এলাকায় স্থায়ী বাস স্টপিজ করতে হবে।

Link copied!