• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সুপ্রিম কোর্টে আ.লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৩:৩৭ পিএম
সুপ্রিম কোর্টে আ.লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। দুই পক্ষের হাতাহাতি, হট্টগোলের মধ্যে আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের নামফলক উঠিয়ে ফেলা হয়। এক পর্যায়ে সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনজীবী সমিতির সম্পাদকের কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, “বিএনপিপন্থী আইনজীবীরা হামলা চালিয়ে সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে। এ ভাঙচুরের নেতৃত্ব দিয়েছেন বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির যুগ্মমহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা।

Link copied!