বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। ২০২২ সালের এই প্রভাবশালী নারীদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ৪২তম স্থানে।
বিশেষ কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে তালিকায় বিভিন্ন অবস্থানে জায়গা দেওয়া হয় প্রভাবশালী নারীদের। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও বিনোদন, তথ্য-প্রযুক্তি, বদান্যতায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখা নারীদের নিয়ে তৈরি হয়েছে ‘বিশ্বের ১০০ প্রভাবশালী নারী’র তালিকা।
ফোর্বসের সেই তালিকায় প্রথম অবস্থানে আছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসোলা ভন ডার লেন। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে এবং তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
তালিকার সর্বশেষ স্থান পেয়েছেন ইরানের প্রয়াত ‘মাসা আমিনি’। গত সেপ্টেম্বর মাসে ইরানের সদ্য বিলুপ্ত নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যান তিনি। তার মৃত্যুকে ঘিরে সৃষ্ট হিজাব আন্দোলন দেশটির সরকারকে নারী স্বাধীনতা নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করেছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয়কে এবং কর্পোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে। মূলত বিদ্যমান পরিস্থিতির সঙ্গে যারা লড়াই করছেন তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।
শেখ হাসিনার বিষয়ে সেখানে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো নির্বাচনে জয়ী হয়েছেন। সবশেষ তার দল বাংলাদেশ আওয়ামীলীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে। ফোর্বসের দাবি, শেখ হাসিনা মনে করছেন এটাই তার শেষ মেয়াদ। তিনি খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তাছাড়া শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ ভোটারদের দমনের বিষয়টিও অস্বীকার করেছেন।
২০০৪ সাল থেকে প্রতি বছর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস ।