• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২ মে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৪:৪৩ পিএম
দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২ মে
জাতীয় সংসদ ভবন। ছবি : সংবাদ প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে আগামী ২ মে। ওই দিন বিকেল ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৫ মার্চ। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ২ মে অধিবেশনের আগে কার্য–উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।

আগামী ১ জুন সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সে হিসাবে দ্বিতীয় অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

Link copied!