• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

সাকরাইন উৎসব : নতুন রূপে সেজেছে পুরান ঢাকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ১০:৪৭ এএম
সাকরাইন উৎসব : নতুন রূপে সেজেছে পুরান ঢাকা

পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব ‘সাকরাইন’। প্রতিবছরের মতো এবারও শাঁখারী বাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া ও নয়া বাজারের ঘুড়ির দোকানগুলোতে সাকরাইন উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। এসব দোকানে বিক্রি হচ্ছে রং-বেরঙের হরেক রকমের ঘুড়ি।

পুরান ঢাকার শাঁখারী বাজারের ঘুড়ি ব্যাবসায়ী তপন দাস বলেন, “প্রতিবছরই সাকরাইন উৎসবে অনেক ঘুড়ি বিক্রি হয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। এই সময়টায় আমাদের ব্যবসা খুব ভালো চলে এবং ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই ঘুড়ি কিনতে আসেন।”

ঘুড়ির দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ১০-৫০০ টাকা দামের ঘুড়ি।

১২ বছর বয়সের ঘুড়ি ক্রেতা বাঁধন জানান, তিনি মোট ৮০টি ঘুড়ি কিনেছেন। এই ঘুড়িগুলো দিয়ে তিনি তার বন্ধুদের সঙ্গে ঘুড়ি কাটাকাটি খেলবেন।

বাঁধনের বাবা বিমল শীল জানান, তার ছেলে ঘুড়ি ওড়াতে খুব পছন্দ করে। তাই তিনি তাকে অনেকগুলো ঘুড়ি কিনে দিয়েছেন এই উৎসবে তিনিও ছোটবেলায় ঘুড়ি ওড়াতেন।

এই উৎসব দুই দিন চলবে বলে জানা গেছে।

Link copied!