বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৫:৪০ পিএম
বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ফটো

দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অনন্য ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ক্রিকেটের সব ফরম্যাটেই এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

এর আগে রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের বিশাল জয় প্রথমবার বাংলাদেশকে এনে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ। আর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের অসামান্য এক জয় এলো।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!