• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

কানে ধরলাম, জাহান্নামে যাক ওই চিন্তা, কেন বললেন ফারিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৪, ১২:২৫ পিএম
কানে ধরলাম, জাহান্নামে যাক ওই চিন্তা, কেন বললেন ফারিয়া
ফারিয়া শাহরিন। ছবি : সংগৃীত

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। মা দিবসে ভক্তদের দিয়েছিলেন সুখবর। জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি। কিন্তু এর দুই দিন পরই দিলেন দুঃসংবাদ।

মঙ্গলবার (১৪ মে) এক ফেসবুক স্টোরিতে এই অভিনেত্রী লিখেছেন, “খবরটা শেয়ার করার পরই ভয়ংকর মাথাব্যথা শুরু। ওষুধেও কাজ হচ্ছে না। শরীরটা খারাপ হয়ে গেল আবারও। আমি কোনো কিছু জানাব না। কানে ধরলাম। কে কী ভাবল, জাহান্নামে যাক ওই চিন্তা। মাই লাইফ, মাই রুল।”

একই স্টোরিতে ফারিয়া সাংবাদিকদের উদ্দেশেও বার্তা দেন।

তিনি লেখেন, “মোবাইল অফ। কেউ ফোন দিবেন না ইন্টারভিউয়ের জন্য। আমি অসুস্থ।”

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আসেন আলোচনায়। পরবর্তী সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!