• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই রয়ে যায়: সোহেল তাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৬:২৫ পিএম
খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই রয়ে যায়: সোহেল তাজ

আজ রাতে হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকায় যাত্রা করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এর আগে তিনি যুক্তরাষ্ট্র যাত্রাকালে বিমানবন্দরে বাধাপ্রাপ্ত হন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েডে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান সোহেল তাজ।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই থেকে যায়।

আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।’

এর আগে ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!