‘অন্তরঙ্গ দৃশ্য’-এ অভিনয় করার পর অনেক অভিনেত্রীকে অভিনেতার বাড়াবাড়ি নিয়ে অভিযোগ তুলতে দেখা গেছে। সেখানে হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের নাকি অস্বস্তি লাগেনি।
‘ডাই মাই লাভ’ নতুন সিনেমায় কাজ করছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। সেখানেসহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে তার ‘অন্তরঙ্গ দৃশ্য’ দেখা যাবে। কিন্তু শুটিং করার সময় নাকি তার অস্বস্তি অনুভব হয়নি।
জেনিফার জানান, ডাই মাই লাভ’র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে কোনো ইনটিমেসি কো-অর্ডিনেটরের সাহায্য নেননি তিনি। বরং রবার্ট প্যাটিনসনের সঙ্গে তিনি সম্পূর্ণ নিরাপদ বোধ করেছেন।
অভিনেত্রীর কথায়, আমাদের কোনো ইনটিমেসি কো-অর্ডিনেটর ছিল না অথবা থাকলেও আমরা তেমন ব্যবহার করিনি। আমি রবার্টের সঙ্গে খুবই নিরাপদ বোধ করেছি। সে মোটেও বিকৃতমনা নয়। কোনো অস্বস্তিকর ভাবই ছিল না।
‘ডাই মাই লাভ’ মুক্তি পাবে শুক্রবার (৭ নভেম্বর)। লিন রামজি পরিচালিত সিনেমায় জেনিফার অভিনয় করেছেন এক নারীর ভূমিকায়। যিনি সন্তানের জন্মের পর মানসিকভাবে ভেঙে পড়েন।
গর্ভাবস্থায় এই সিনেমার শুটিং করেছিলেন জেনিফার। যেখানে তিনি নগ্ন দৃশ্যেও অভিনয় করেছেন। এবারের অভিজ্ঞতা তার জন্য আগের থেকে একেবারে আলাদা ছিল। অভিনেত্রী বলেন, ‘আমি নগ্নতা নিয়ে কখনো অস্বস্তিতে ভুগি না’।
গর্ভবতী অবস্থায় কাজ করায় অভিনেত্রীর মধ্যে থাকা সৌন্দর্য নিয়ে দুশ্চিন্তাও অনেক কমে গিয়েছিল। ওই সময় ১৫ ঘণ্টা শুটিং করতেন তিনি। পাশাপাশি ডায়েট করতে, কার্ব খেতেন না এবং জিমে যেতেন বলেই জানান জেনিফার।































