বয়স যতই হোক না কেন মায়ের কাছে সন্তান সবসময়ই ভালোবাসার। জন্ম দেওয়া থেকে শুরু করে আবার সন্তানের কাছেও মা সবসময় শ্রদ্ধার, ভালোবাসার। আর তাইতো বিভিন্ন সময় সন্তানেরা মাকে নিয়ে নানান রকমের উক্তি দিয়েছে, যেগুলোকে বলা হয় মা নিয়ে উক্তি। কারও কারও উক্তিকে বলা হয় মাকে নিয়ে সেরা উক্তি। মা নিয়ে উক্তি গুলো সেরা হোক বা না হোক সবগুলোই মায়ের প্রতি সন্তানের ভালোবাসার প্রকাশ রয়েছে। এই মা নিয়ে উক্তি-গুলো আপনাকে মনে করিয়ে দেবে সন্তানের জন্য মা কতটা।
মায়ের প্রতি সন্তানের ভালবাসার এসব উক্তি যুগ যুগ ধরে সবার কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। যখনই মা ও সন্তানকে ঘিরে কোনও দিবস কিংবা বিশেষ কিছু থাকে তখন মা নিয়ে স্ট্যাটাস দেন এই প্রজন্মের সন্তানেরা। এইটাও মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা তারই বহি:প্রকাশ। মা নিয়ে স্ট্যাটাস দিয়ে তারা তাদের মনের কথা প্রকাশ করে। আবার সন্তানের প্রতি মায়ের ভালোবাসার বর্হিপ্রকাশও ঘটে নানান উক্তিতে।
মাকে নিয়ে রয়েছে হাজারো অসাধারণ উক্তি। চলুন একনজরে জেনে নিই কিছু উক্তি—
- মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত—মহানবী হজরত মুহাম্মদ (সা.)
- যার মা আছে, সে কখনোই গরিব নয়—আব্রাহাম লিংকন
- আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি—দিয়াগো ম্যারাডোনা
- আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সব অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শিক্ষার ফল—জর্জ ওয়াশিংটন
- সন্তানরা ধারালো চাকুর মতো। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সঙ্গে লেগে থাকে—জোয়ান হেরিস
- আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে। কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ—এলেন ডে জেনেরিস
- আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকৃষ্টের আরেক নাম—মাইকেল জ্যাকসন
- মানুষের জীবনে মা যে কারও ভূমিকায় হাজির হতে পারেন। কিন্তু অন্য কারও পক্ষে মায়ের ভূমিকায় হাজির হওয়া সম্ভব না—গ্যাসপার মেমিলড (১৮২৪ সালে জন্ম নেওয়া সুইডিশ যাজক)
- মায়ের ভালোবাসা এতটাই শক্তিশালী যে এটি সব সময় নিজের চিহ্ন রেখে যায়। এত বেশি গভীর আর শক্তিধর সেই ভালোবাসা, যা সারা জীবন সুরক্ষা কবজের মতো আমাদের ঘিরে থাকে—জেকে রাউলিং (ব্রিটিশ লেখিকা)
- পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে। যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে, আর তিনি হলেন মা—রেদোয়ান মাসুদ
- মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যানিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে—বুখারি শরিফ
- তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব—নেপোলিয়ন বোনাপার্ট
- চোখ খুলে মমতাময়ী মায়ের মুখটির প্রেমে পড়ার মধ্য দিয়েই শুরু হয় জীবন—জর্জ এলিয়ট (ব্রিটিশ কবি)
- মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা—হুমায়ূন আহমেদ
- জীবনে এমন কোন ভূমিকা নেই যা মাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ- এল্ডার এম. রাসেল ব্যালার্ড
- মায়ের হৃদয় হল সন্তানের স্কুলরুম- হেনরি ওয়ার্ড বিচার
- মায়ের হৃদয় হল একটি গভীর অতল যার নীচে আপনি সর্বদা ক্ষমা পাবেন- অনার ডি বালজাক
- একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি, এবং শিশুরা তাদের মধ্যে সুন্দরভাবে ঘুমায়- ভিক্টর হুগো
জন্ম দেওয়া থেকে শুরু করে পরিপূর্ণ মানুষ হওয়ার যে প্রক্রিয়া পুরোটাই করে মা। আর তাইতো মায়ের যোগ্য সন্তানেরা মা নিয়ে উক্তি দিয়েছে বিভিন্ন সময়। আর এসব উক্তিই মায়ের ত্যাগ, মমত্ব সব কিছু প্রকাশ করেছে।