• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

ধর্ষণ মামলায় কারাগারে নোবেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৪:১০ পিএম
ধর্ষণ মামলায় কারাগারে নোবেল
মাঈনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত

ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক। 

এর আগে সোমবার (১৯ মে) রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডেমরা থানার পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারের পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিচয়। পরে তাদের মোবাইল ফোনে যোগাযোগ হয়। গত বছরের ১২ নভেম্বর নোবেল ভুক্তভোগীর সঙ্গে মোহাম্মদপুর গিয়ে দেখা করেন। এ সময় ডেমরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে নিয়ে এসে ২-৩ সহযোগীর সহায়তায় তাকে বাসায় আটক রাখেন নোবেল।

পুলিশ আরও জানায়, এ সময় নোবেল ভুক্তভোগীর মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন। একই সঙ্গে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে বাসায় আটকে রাখেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!