• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

‘সংবিধানের বিরুদ্ধে বিদেশি কোনো উদ্যোগ সফল হয়নি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৬:৩৯ পিএম
‘সংবিধানের বিরুদ্ধে বিদেশি কোনো উদ্যোগ সফল হয়নি’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি : সংগৃহীত

দেশের সংবিধানের বিরুদ্ধে বিদেশি কোনো উদ্যোগ সফল হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, “স্বাধীনতা বিরোধীরা যেমন সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে হাজার হাজার চিঠি দিয়েছে, তেমনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। এগুলো কোনো কাজে দেয়নি।”

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেটে ব্যক্তিগত সফরে এসে হজরত শাহ জালাল (রহ.) ও হজরত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে শাহরিয়ার আলম বলেন, “বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষ সুষ্ঠু একটা নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছে, তারা ভোট দিতে চায়।”

পররাষ্ট্র সচিবের ভারত সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, “এখানে নির্বাচনী আলাপের কোনো বিষয় নেই। কারণ এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এইটা দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক। একবার বাংলাদেশে হয় একবার ভারতে হয়। এবার বৈঠকটি ভারতে হচ্ছে।”

Link copied!