• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

নতুন জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৪:৫৮ পিএম
নতুন জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

দেশের নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহর (আল জিহাদি)’ বাঁধন হোসেন (২৮) নামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শ‌নিবার (১৪ অক্টোবর) এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

ছানোয়ার হোসেন বলেন, “বৃহস্পতিবার (১২ অক্টোবর) পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে বাঁধন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাঁধন নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহর সঙ্গে জড়িত থাকার বিষয়ে শুক্রবার (১৩ অক্টোবর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

ছানোয়ার হোসেন আরও বলেন, “বাঁধনসহ এ সংগঠনের বাকি সদস্যরা আনসার আল ইসলামের সদস্য এবং একই মতাদর্শে বিশ্বাসী বেশ কিছু সদস্যকে নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ গঠন করে। তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উগ্রবাদী অডিও, ভিডিও আপলোড ও শেয়ার করে সরকার উৎখাতের চেষ্টা ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনার জন্য সদস্য সংগ্রহ করছিলেন।”

Link copied!