• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

৩ হাজার রোহিঙ্গা দিয়ে প্রত্যাবাসন শুরুর সিদ্ধান্ত মিয়ানমারের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৯:২৭ এএম
৩ হাজার রোহিঙ্গা দিয়ে প্রত্যাবাসন শুরুর সিদ্ধান্ত মিয়ানমারের

পাইলট প্রকল্পের আওতায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিন হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার।

সোমবার (৪ সেপ্টেম্বর) নেপিডোতে বাংলাদেশ-মিয়ানমারের মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ডিসেম্বরের মধ্যে তিন হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মৌখিক সম্মতির কথা জানিয়েছে দেশটি।

২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করে। মিয়ানমারের সামরিক বাহিনী গণহত্যা ও নির্বিচারে নির্যাতন চালানো শুরু করলে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। সব মিলিয়ে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

এর আগে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য একাধিকবার চেষ্টা করা হলেও পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘের বিরোধিতার কারণে সেটি সম্ভব হয়নি। কবে তারা নিজেদের বাসভূমি রাখাইনে ফেরত যেতে পারবে সেটি এখনো অনিশ্চিত।

বাংলাদেশ, চীন ও মিয়ানমারের ত্রিপক্ষীয় মেকানিজমের অধীনে এ বছর সাত হাজার রোহিঙ্গা ফেরত পাঠানোর একটি পাইলট প্রকল্প নিয়ে কাজ চলছে। কিন্তু কবে প্রত্যাবাসন শুরু হবে সেটি এখনো ঠিক হয়নি। এর মধ্যে মিয়ারমার ও বাংলাদেশের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে তিন হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার মধ্যে দিয়ে মিয়ানবার প্রত্যাবাসন কাজ শুরু করতে চায়।

Link copied!