রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আশপাশের দুটি উন্মুক্ত মাঠে বৃহস্পতিবার সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার ওঠা-নামার পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে সরকার। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার পাঠানো এক সরকারি বার্তায় জানানো হয়, দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হেলিকপ্টারের ট্রায়াল অবতরণ ও উড্ডয়ন চলবে। এসময় এলাকা ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি এ কার্যক্রমকে কেন্দ্র করে কোনো গুজব বা অপপ্রচার না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, নিরাপত্তা এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি বিবেচনায় তাকে ‘ভিভিআইপি’ সুবিধার আওতায় আনা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট থেকে তাকে এসএসএফের বিশেষ নিরাপত্তা দেওয়া শুরু হয়।
সরকারি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার যাতায়াত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি প্রয়োজনে দ্রুত স্থানান্তরের সক্ষমতা অর্জনের লক্ষ্যেই হাসপাতালসংলগ্ন এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, নিয়মিত নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে এই ট্রায়াল পরিচালিত হবে। তাই এর সঙ্গে অন্য কোনো রাজনৈতিক বা বিশেষ উদ্দেশ্য সম্পৃক্ত নয়। জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।





























