• ঢাকা
  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২,

বিবাহবার্ষিকীতে কী করছেন নিক-প্রিয়াঙ্কা?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১০:১৭ পিএম
বিবাহবার্ষিকীতে কী করছেন নিক-প্রিয়াঙ্কা?

জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০১৮ সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে নিক-প্রিয়াঙ্কার অসম প্রেম নিয়ে কম চর্চা হয়নি। স্বামী-স্ত্রীর বয়সের দশ বছরের ফারাক। প্রিয়াঙ্কা বর্তমানে ৪২ আর নিক জোনাসের বয়স ৩২।

মাঝে শোনা যায়, তাদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে সুখী দাম্পত্যের ছয় বছর পার করে ফেলেছেন নিক-প্রিয়াঙ্কা। এবার বিয়ের সাত বছরে পা রেখে রোমান্সের ঝলক দেখালেন তারকা দম্পতি।

বিবাহবার্ষিকী উপলক্ষে বিদেশের চোখ ধাঁধানো লোকেশনে ছুটি কাটাতে গিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। সেখান থেকেই মঙ্গলবার সকালে সামজিকমাধ্যমে শোরগোল ফেলে দিলেন বলিউডের ‘পরদেশি জামাই’। তবে কোথায় ঘুরতে গেছেন তা প্রকাশ করেননি তারকা দস্পতির কেউ। 

এদিস বিকিনি পরনে বলিউডের ‘দেশি গার্ল’কে পেছন থেকে লেন্সবন্দি করে নিক। আর এর সঙ্গে লিখেছেন, ‘আমার ড্রিম গার্ল-এর সঙ্গে বিয়ের সাত বছর হল।’

ছবিতে দেখা গেল, পাহাড় ঘেরা নীল জলরাশির ধারে লাল বিকিনি পরে গায়ে রোদ মাখছেন প্রিয়াঙ্কা। শরীরে জড়ানো তোয়ালে। হাতে পাণীয়র গ্লাস। স্ত্রীর শরীরী হিল্লোলে মন্ত্রমুগ্ধ হয়ে সেই ফ্রেমই ক্যামেরাবন্দি করেছেন নিক জোনাস।

বিবাহবার্ষিকীতে স্বামীর আদুরে পোস্টে দেখে আপ্লুত অভিনেত্রীও। পাল্টা নিককে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্ক। এই অভিনেত্রী লিখেছেন, ‘তোমাকে ঘিরেই তো সব স্বপ্ন।’ স্বামী-স্ত্রীর এমন রসায়নে সরগরম সামাজিকমাধ্যম। বিয়ের সাত বছর পরও যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি, তা আর বলার অপেক্ষা রাখে না।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!