বলিউড অভিনেত্রী নেহা শর্মা অর্থ পাচারের সম্ভাব্য অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজরে এসেছেন। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইডি তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে।
তদন্তকারীরা মূলত জানতে চাচ্ছেন, অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে নেহার সম্পর্ক কী এবং এই অ্যাপের প্রচারে তিনি কী ধরনের কাজ করেছিলেন। তার বয়ান প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোনো অবৈধ লেনদেনের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কি না।
এ বিষয়ে অভিনেত্রী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
এই মামলায় শুধু নেহা শর্মা নয়, বিনোদন ও ক্রীড়া জগতের আরও কয়েকজন তারকাও ইডির রাডারে রয়েছেন। এর আগে সোনু সুদ, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, রানা দাগ্গুবাতি, এবং ক্রিকেটার শিখর ধাওয়ান ও যুবরাজ সিং-কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
উল্লেখ্য, বিজয় দেবরাকোন্ডা আগে জানিয়েছিলেন যে, তিনি বৈধ ‘এ-২৩’ গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, কোনো বেটিং অ্যাপের নয়। তার ব্যাংক লেনদেন ও চুক্তির নথি ইতোমধ্যেই ইডিকে জমা দেওয়া হয়েছে।













-20251202140112.jpg)


















