• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
মিরপুর-১০

চালু হলো মেট্রোরেলের পঞ্চম স্টেশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ১০:২৩ এএম
চালু হলো মেট্রোরেলের পঞ্চম স্টেশন

চালু হলো মেট্রোরেলের আরেকটি স্টেশন। বুধবার (১ মার্চ) চালু করা হয়েছে মিরপুর-১০ নম্বর স্টেশনটি। উদ্বোধনের দিক থেকে এটি পঞ্চম স্টেশন।

এর আগে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন চালু হয়। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মাঝে এখন শুধু চারটি স্টেশন উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন উদ্বোধনের অপেক্ষায় রইলো।

গত বছরের ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রো রেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করছিল। পরে এ শিডিউল ৩০ মিনিট পেছানো হয়। অর্থাৎ আজ (১ মার্চ) থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রো রেল চলবে।

যাত্রীদের টিকিট সংগ্রহের সুবিধার্থে সকাল ৮টা থেকে মেট্রোরেলের গেট খোলা হবে। সবশেষ যাত্রীরা দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলের চালু হওয়া স্টেশনগুলো থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

 

Link copied!