• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মালিবাগে রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ১২:১২ পিএম
মালিবাগে রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা রেল লাইন বন্ধ করে চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এতে মালিবাগ এলাকায় আটকা পড়েছে দুটি ট্রেন।

কমলাপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেন দুটি আটকে রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার জানান, অস্থায়ী কর্মীদের রেললাইন অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Link copied!