• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন রেজানুর রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৯:৪৫ পিএম
ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন রেজানুর রহমান
মো. রেজানুর রহমান। ফাইল ফটো

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান।

বুধবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মো. রেজানুর রহমান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) দায়িত্ব পালন করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হলো, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত, যেটি ৭টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা কার্যালয়, ৭টি ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এবং ২৯টি ইসলামিক প্রচারণা কেন্দ্রের সহায়তায় কার্যক্রমসমূহ বাস্তবায়ন করে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!