• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

কারামুক্ত বিএনপি নেতা হাবিব উন নবী সোহেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৩, ২০২৪, ০৯:০৪ পিএম
কারামুক্ত বিএনপি নেতা হাবিব উন নবী সোহেল
মুক্তির পর হাবিব উন নবী খান সোহেল। ছবি : সংগৃহীত

জামিনে কারামুক্ত হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি লাভ করেন তিনি। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

কবির খান জানান, মুক্তি পাওয়ার পর তিনি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান।

এর আগে গত ৩১ মার্চ আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সোহেলকে।

Link copied!