• ঢাকা
  • বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

দেশকে তালেবান বানাতে দেব না : ইনু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৮:২৩ পিএম
দেশকে তালেবান বানাতে দেব না : ইনু

দেশের সংকটকে পুঁজি করে স্বাধীনতাবিরোধীরা নির্বাচনকে বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, “দেশের সংকট সমাধানে জন্য সময় প্রয়োজন। কিন্তু আমরা দেশকে তালেবান বানাতে দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব।”

সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশের বিদ্যমান সংকট সমাধান এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে প্রয়োজনে যুদ্ধ করতে হবে বলে জানিয়ে হাসানুল হক ইনু বলেন, “এই যুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার তীর ছুড়তে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আমরা অবশ্যই বিজয়ী হবো।”

তিনি আরও বলেন, “দেশের মানুষের কল্যাণে সমাজতন্ত্রের পথে আমরা সংগ্রাম করছি। অনেকে শহীদ হয়েছেন, তাদের আমরা স্মরণ করছি। অনেকে দল ত্যাগ করেছেন। এখনো অনেকে দলটিকে ধরে রেখেছেন, তাদের শুভেচ্ছা জানাই।  জাসদের মালিকানা তাদের বুঝে নিতে হবে।”

Link copied!