• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

ঈদের আগে পেনশন ও উৎসব ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০৯:১২ পিএম
ঈদের আগে পেনশন ও উৎসব ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন
বিসিএসআইআর অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি : সংগৃহীত

ঈদের আগে পেনশন ও উৎসব ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন বিসিএসআইআরের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তা কল্যাণ সমিতির নেতৃত্বে সর্বস্তরের পেনশনভোগীরা।

বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় ঢাকায় বিসিএসআইআর অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ৩২ বছর ধরে চলমান পেনশন গত জুলাই হতে আজ অবধি, ৯ মাস ধরে বন্ধ আছে। আসন্ন ঈদের আগে মানবিক কারণে ২-৩ মাসের পেনশন ও উৎসব ভাতা পরিশোধের জন্য পরিষদের চেয়ারম্যানের সঙ্গে গত ১ এপ্রিল আলোচনায় বসলে তিনি কোনো প্রকার অর্থ প্রদান করতে পারবেন না বলে জানিয়েছেন। তাই, পেনশনভোগীরা মানববন্ধনে যেতে বাধ্য হন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি কাজী আক্তারুজ্জামান,  বিসিএসআইআরের সাবেক পরিচালক (অর্থ) বীর মুক্তিযোদ্ধা একে এম শামসুজ্জামান, সমিতির সাধারণ সম্পাদক একেএম মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক মো. শরীফ উদ্দিন খান প্রমুখ।

বক্তারা বলেন, “আসন্ন ঈদের আগে সম্পূর্ণ বকেয়া পেনশন ও উৎসব ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। অন্যথায় পেনশনভোগীদের পক্ষ হতে ঈদের পর বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে।”

বক্তারা আররও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থার পেনশনভোগীরা সবসময় বিসিএসআইআর তথা পরিষদের মান-মর্যাদা রক্ষা করতে বদ্ধ পরিকর।”

Link copied!