• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের পাশে থাকাকে স্বাগত জানায় সরকার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০১:২১ পিএম
সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের পাশে থাকাকে স্বাগত জানায় সরকার

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকাকে স্বাগত জানায় আওয়ামী লীগ সরকার।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় এ কথা জানায়।

এর আগে, বুধবার (২৪ মে) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন এক বিবৃতিতে জানান, নির্বাচনে বাধা প্রদানকারী বা সহায়তাকারীকে ভিসা দেবে না তার দেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন, যে দেশ নিষেধাজ্ঞা দেবে ওই দেশ থেকে কোনো কিছু কিনবে না সরকার। সম্প্রতি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রতি বিরক্তি প্রকাশ করেন তিনি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায় জানানো হয়, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার যে সরকারের অবিচল প্রতিশ্রুতি, সেটির আলোকে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণাকে দেখতে চায় বাংলাদেশ। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনও ধরনের শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাবেশ ও সভা করার বিষয়ে গুরুত্ব দেয় বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ৬০০ শব্দের বিবৃতিতে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম, দেশের মানুষের গণতন্ত্র বিষয়ে সচেতন, নির্বাচন কমিশন শক্তিশালীকরণ এবং ২০০৮ সালের পর দেশের উন্নতির বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোনও ব্যক্তি বা দল যদি নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে সরকারের অঙ্গগুলো সেটি প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকসহ গোটা নির্বাচনপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!