• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

চার বিভাগের বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৩:৩৩ পিএম
চার বিভাগের বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

দেশের চার বিভাগের রোববার (২৫ ফেব্রুয়ারি) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে।

আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলেছে, আজ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি হচ্ছে মূলত পশ্চিমা লঘুচাপের কারণে। আর এ মাসজুড়েই এমন বৃষ্টি ও মেঘলা আকাশ থাকবে বিচ্ছিন্নভাবে।

বৃষ্টি আর হাওয়ার কারণে শনিবার দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেশ কমে যায়। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ অবশ্য তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!