• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

বিদেশি প্রভুরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না : নাছিম


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৫:৫৭ পিএম
বিদেশি প্রভুরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না : নাছিম
ছবি : সংগৃহীত

বিদেশি প্রভুরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেছেন, “বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তারা গণতন্ত্রের শত্রু। এ গোষ্ঠী দেশের মানুষের স্বপ্ন নষ্ট করতে চায়, দুর্নীতি ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংস করতে চায়।”

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি বিদেশি প্রভুদের আশায় বসে আছে জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, “ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হলো নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে জয়লাভ করা। স্বৈরাচারী কায়দায় আর কেউ বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের কারও দ্বারে যেতে হয় না। বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুকদের কোনো মর্যাদা নেই। তার কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল। করোনা মহামারি, ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্ব বিপদগ্রস্ত। কেউ এর থেকে থেকে রক্ষা পায়নি। মূল্যস্ফীতির কারণে সারা বিশ্বের অবস্থা খারাপ। আমাদের দেশও তার বাহিরে নয়। এটি একটি বৈশ্বিক সমস্যা। এরপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি।”

বাহাউদ্দিন নাছিম বলেন, “আজকে আমরা সক্ষমতার প্রতীক হিসেবে পদ্মা সেতু নির্মাণ করেছি। এই সেতু হওয়াতেই শুধু দক্ষিণাঞ্চলের মানুষ সুযোগ-সুবিধা ভোগ করছেন না, সারা দেশের মানুষ এর সুবিধা ভোগ করছেন। আমাদের শত বছরের কষ্ট দূর করতে শেখ হাসিনা সব চক্রান্ত মোকাবিলা করে চক্রান্তকারীদের মুখে চুনকালি মেখে দৃঢ়চিত্তে নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু তৈরি করেছেন। অনেকেই শুরুতে অনেক কথা বললেও তিনি এটি করে দেখিয়েছেন। পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক। আজ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমরা এখন তার সুফল পাচ্ছি। পদ্মা সেতুর কারণে আমাদের প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে এগিয়ে যাবে।”

গাজায় ফিলিস্তিনিদের ওপর  হামলা মেনে নেওয়া যায় না জানিয়ে নাছিম বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে, সন্ত্রাসকে কখনোই প্রশ্রয় দিই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। যুদ্ধ কখনো মঙ্গল বয়ে আনে না। তিনি বলেছেন এই যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধের কারণে জিনিসের দাম বেড়েছে। যে যুদ্ধ কল্যাণ আনে না তা বন্ধ করতে হবে। উন্নত দেশগুলোকে এই যুদ্ধ বন্ধে এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।”

বাহাউদ্দিন নাছিম বলেন, “যারা আমাদের স্যাংশনের ভয় দেখায় তাদের মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকন্যা যুদ্ধ থামাতে বলে এসেছেন। বঙ্গবন্ধুকন্যা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। জাতির পিতা শুধু বাংলাদেশের নির্যাতিত নেতা ছিলেন না, তিনি সারা বিশ্বের নির্যাতিত মানুষের নেতা ছিলেন। বিশ্বের অনেক দেশ তাকে দেখে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখতেন। জাতির পিতা যেভাবে বাংলাদেশকে রক্ষা করেছেন বিশ্বের অনেক নেতাই তাকে দেখে শিখেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সব দেশবিরোধী অপশক্তি একত্রিত হয়ে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত। তারা কখনোই দেশের মঙ্গল চায়নি। এরা দেশের বন্ধু হতে পারে না।”  

আওয়ামী লীগের এ নেতা বলেন, “বিএনপি যদি মনে করে তারা অপকর্ম করবে আর আমরা তা মেনে নেব। তাহলে তারা ভুল ভাবছে। বঙ্গবন্ধু কখনো দেশবিরোধীদের সঙ্গে আপোষ করেননি। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। তার কন্যাও দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও দেশদ্রোহীদের সঙ্গে আপোষ করেননি, করবেনও না।”

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, “যারা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে কষ্ট দেয় তারা কখনো দেশ প্রেমিক হতে পারে না। আওয়ামী লীগ কখনোই তাদের সঙ্গে নেই। বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা লড়াই করব। তারা মানুষকে কষ্ট দিয়ে নিজেদের ফায়দা লুটতে চায় ও পকেট ভারি করতে চায়। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।

Link copied!