• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

আনসার আল ইসলামের পাঁচ সদস্য ৭ দিনের রিমান্ডে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৭:০০ পিএম
আনসার আল ইসলামের পাঁচ সদস্য ৭ দিনের রিমান্ডে

আনসার আল ইসলামের পাঁচ সদস্যের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া পাঁচ আসামি হলেন খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আ. সবুর।

এর আগে, কোতোয়ালি থানায় দায়ের করা জঙ্গি ছিনতাইয়ের মামলায় এই পাঁচ আসামিসহ ১০ জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ।

অপর পাঁচ আসামি হলেন শাহিল আলম, শাহ আলম, বি এম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী ও রশিদুন্নবী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত ১০ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার মামলায় প্রথমে পাঁচ আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ২০ নভেম্বর আনসার আল ইসলামের সদস্যরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটক থেকে পুলিশকে মারধর করে দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায়। পরে মোহাম্মদপুর থানার মামলায় কারাগারে থাকা ১০ আসামিকে কোতোয়ালী থানার দায়ের করা জঙ্গি ছিনতাইয়ের মামলায় রাতেই ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলার রিমান্ড শেষে ওই ৫ সদস্যকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোসহ রিমান্ড আবেদন করে সিটিটিসি।

Link copied!