• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

শাহজালাল বিমানবন্দরে লরির আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০১:২৭ পিএম
শাহজালাল বিমানবন্দরে লরির আগুন নিয়ন্ত্রণে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ট্রাকের লরি থেকে আরেকটিতে তেল হস্তান্তরের সময় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, থার্ড টার্মিনালে একটি ট্যাংক লরি থেকে আরেকটিতে তেল নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে দুই লরিতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ বিমানবন্দরে নিয়োজিত থাকা বিভিন্ন ইউনিট ছুটে আসে। এখন আগুন নিয়ন্ত্রণে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে, সকাল ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১১ মিনিটে আমরা খবর পেয়েছি। কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট বিমানবন্দরে যায়। মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।”

Link copied!