• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

গুলশা‌নে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৮:২৬ পিএম
গুলশা‌নে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর গুলশা‌নে এক‌টি ভব‌নের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সা‌র্ভিসের ছয়টি ইউ‌নিট।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ‌্যা ৭টার দি‌কে গুলশান-২ এর ১০৪ নম্বর রো‌ডের ২/এ নম্বরস্থ ১২ তলা ভব‌নের ৭ তলায় এ আগুন লাগে। সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সা‌র্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থে‌কে জানা‌নো হয়, খবর পে‌য়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ কর‌ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, “ভবনটি আবাসিক। ভেতরে প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। আমাদের হাতে আসা তথ্যানুযায়ী সেখানে ৫-৬ জন আটকা পড়েছেন।”

প্রাথ‌মিকভা‌বে আগুন লাগার কারণ জানা যায়‌নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!