• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

তিন দিনে ১১ যানবাহনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৯:৪৪ পিএম
তিন দিনে ১১ যানবাহনে আগুন
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে একটি বাস। ছবি : সংবাদ প্রকাশ

গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ঢাকা সিটিতে চারটি, গাজীপুরে চারটি, সিলেটে একটি ও দিনাজপুর একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি কাভার্ড ভ্যান, পাঁচটি বাস ও তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ৯৬ জন মানুষ কাজ করে।

গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের কর্তৃক মোট ২৪৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ড ভ্যান ২০টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২২টি।

Link copied!