সাভারের আশুলিয়ায় একটি অনুমোদনহীন সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নূরনবী (১৮) ও মো. বিল্লাল (৩৫) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর আগে আরও একজন মারা যান।
মঙ্গলবার (১৬ মে) রাত ৮টায় নূর নবী ও বিল্লাল রাত সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, “সাভারের আশুলিয়া থেকে গত ১৩ তারিখে দগ্ধ অবস্থায় শিশুসহ চারজন এসেছিলেন। তাদের মধ্যে মঙ্গলবার রাতে নুরনবী ও বিল্লাল নামের দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নুরনবীর শরীরের ৪৩ শতাংশ ও বিল্লালের শরীরে ৩৬ শতাংশ ফ্লেইম বার্ন হয়েছিল। এর আগে শরিফুল ইসলাম নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।”
এর আগে শনিবার (১৩ মে) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।